মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

বাংলাদেশে আউটসোর্সিংয়ের সাফল্য:


আউটসোর্সিংয়ের নানা তথ্য নিয়ে মুক্ত পেশাজীবীদের জন্য চালু হয়েছে গ্লোবাল ফ্রিল্যান্স ওয়েব নামে একটি ওয়েবসাইটএতে চাকরির খবরও থাকছেপাশাপাশি জীবনবৃত্তান্ত জমা দেওয়া বাংলাদেশি মুদ্রায় হোটেল বুকিং ও বিমানের টিকিট বুকিং, বিনোদন, পাত্র-পাত্রী ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন তথ্যও এতে থাকছে
সাইটটির ঠিকানা: www.globalfreelance.webs.comবিজ্ঞপ্তি
প্রযুক্তির প্রসারতায় মানুষের কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছেএ কাজে আপনাকে সবচেয়ে বেশি
সহযোগিতা করবে ইন্টারনেট, যার কল্যাণে আপনি ঘরে বসেই সমাধান করতে পারেন বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানের যেকোনো কাজএখন ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্র অনেক বড়একটি প্রতিষ্ঠান তার কোনো একটি কাজ অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করলে তাকে আউটসোর্সিং বলেতথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আউটসোর্সিং বাংলাদেশে নতুন ধারণা হলেও সম্প্রতি অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেতবে আপনি ব্যক্তিগতভাবেও আউটসোর্সিংয়ে অংশগ্রহণ করতে পারেন নতুন হলেও বর্তমানে সমগ্র বিশ্বে আউটসোর্সিংয়ে বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের অবস্থান তৃতীয় স্থানে রয়েছেদেশে কয়েক শমুক্ত আউটসোর্সিং কর্মী আছেন, যারা নিয়মিতভাবে আউটসোর্সিংয়ের কাজগুলো করছেনঅনেকেই পড়াশোনার পাট চুকিয়ে কর্মক্ষেত্র হিসেবে ইন্টারনেটে বসে সরাসরি করছেন এ কাজকেউ অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করছেন অনলাইনে
বাংলাদেশে আউটসোর্সিংয়ের সাফল্য:
আন্তর্জাতিক এক জরিপে দেখা গেছে, মুক্ত পেশাজীবীদের কাজের দিক দিয়ে প্রথম স্খানে ভারত ও দ্বিতীয় স্খানে রয়েছে ফিলিপাইন বাংলাদেশের অবস্থান তৃতীয় নানা ধরনের প্রতিবìধকতা এড়িয়ে বাংলাদেশের তরুণরা করে যাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ আউটসোর্সিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ওডেস্ক করপোরেশনের এক জরিপে সবচেয়ে বেশি আউটসোর্সিং কাজ করা সেরা ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে সম্প্রতিএর মধ্যে উল্লেখযোগ্যভাবে উঠে আসে ঢাকার নাম এ ব্যাপারটি আমাদের জন্য উৎসাহজনকএতে করে যেমন আন্তর্জাতিক মানের কাজ শেখা যাচ্ছে, তেমনি এ খাতে দেশেরও পরিচিতি বাড়ছেওডেস্কের মতে, বর্তমানে সমগ্র বিশ্বে পাঁচ লাখেরও বেশি মুক্ত পেশাজীবী আউটসোর্সিংয়ের কাজ করছেন এবং গত কয়েক মাসে এ কাজে আয়ের পরিমাণ প্রায় ৭০ লাখ ১০ ডলারযেখানে বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের একটি বড় অংশ রয়েছেবিশেষজ্ঞদের মতে, আমাদের দেশে ডাটা এন্ট্রির কাজটি খুব সহজে করা যায়কারণ এ কাজে তেমন কোনো কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না, সর্বোপরি বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কম খরচে আমাদের দেশে এ কাজটি করা সম্ভব
ইন্টারনেটে বড় কর্মক্ষেত্র:
আউটসোর্সিং বিশ্বের অনেক দেশেই মুক্ত পেশাজীবীদের কাছে একটি জনপ্রিয় কর্মক্ষেত্র ক্ষেত্রে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা যেমন আছে তেমনি নিজের মতো কাজ করার সুযোগও আছেমুক্ত পেশাজীবী হচ্ছেন এমন একজন ব্যক্তি, যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্খায়ী চুক্তি ছাড়া কাজ করে থাকেনকম্পিউটার আর ইন্টারনেট সংযোগের মাধ্যমে মুক্ত পেশার কাজগুলো ঘরে বসেই সহজে করেন আউটসোর্সিংয়ের কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েবসাইট তৈরি, ত্রিমাত্রিক অ্যানিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রিসহ বিভিন্ন নিত্যনতুন কাজডাটা এন্ট্রি ছাড়াও বিভিন্ন বিষয়ে ফিচার লেখার বিষয়টিও আউটসোর্সিংয়ের সাথে জড়িতআউটসোর্সিংয়ের ক্ষেত্রে বড় একটি সুবিধা হচ্ছে এ কাজটি এককভাবে করা যায় পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও করা সম্ভব
আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠান:
বর্তমানে আউটসোর্সিংয়ের ক্ষেত্র বড় হওয়ায় অনেকেই এগিয়ে আসছেন এসব কাজে সহায়তা করতেবিভিন্ন দেশের মুক্ত পেশাজীবীদের অভিজ্ঞতা এবং এ পেশা নিয়ে আলোচনার সুবিধার্থে আমাদের দেশের কয়েকজন সফল মুক্ত পেশাজীবীর উদ্যোগে চালু হয়েছে ফ্রিল্যান্সফেস্ট ( www.freelancefest.com ) নামের একটি ফোরামএ ছাড়া বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) রয়েছে মুক্ত পেশাজীবীদের জন্য গ্রুপ ( http://groups.google.com/group/bdosn_outsourcing ) যেখানে বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে পারেনপাশাপাশি আউটসোর্সিংয়ের বিভিন্ন ধরনের তথ্য পেতে পারেন (www.freelancerstory.blogspot.com ) ঠিকানার ওয়েবসাইট থেকে
শুরু করতে পারেন এখনই: 
আউটসোর্সিংয়ে পেশাজীবীদের কাজের ক্ষেত্র হিসেবে রয়েছে বেশ কিছু ওয়েবসাইটএসব সাইটের মাধ্যমে আপনি ঘরে বসে কাজ পেতে পারেনযেসব ওয়েবসাইটে কাজ পাওয়া যায় সেগুলোতে শুরুতে নিবন্ধনের সময় ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ই-মেইল ইত্যাদির পাশাপাশি কোনো কাজে পারদর্শিতা থাকলে তা উল্লেখ করুনএ ছাড়া বাড়তি কোনো অভিজ্ঞতা থাকলে তা যোগ করতে পারেনসফলভাবে নিবন্ধনের পর প্রথমেই বিড না করে ভালোভাবে ওয়েবসাইটটি দেখেগুনে কাজ শুরু করলে প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকেএ ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে নিয়মগুলো পড়ে নিন এবং শুরুতে ধৈর্যসহকারে বিড করুনভালোভাবে কাজ করতে পারলে পরে এগিয়ে যেতে আর কোনো বাধা আসবে না
আপনিও হতে পারেন সফল একজন:
তথ্যপ্রযুক্তির বর্তমান প্রেক্ষাপটে আউটসোর্সিং হতে পারে অর্থনৈতিক মুক্তির উপায়তবে প্রাথমিক অবস্খায় অনলাইনে কাজ পাওয়া সহজ নয়এ ক্ষেত্রে প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম করার মন-মানসিকতাএখানে বিভিন্ন দেশের দক্ষ মুক্ত পেশাজীবীদের সাথে প্রতিযোগিতা করে কাজ আনতে হবে আপনাকেআউটসোর্সিং পেশা যারা শুরু করতে চান, তাদের অবশ্যই হতে হবে আত্মবিশ্বাসী, প্রত্যয়ী এবং সমসাময়িক তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবেএভাবে আউটসোর্সিংয়ের ধারণাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল মুক্ত পেশাজীবী
আউটসোর্সিং কর্মক্ষেত্রের ওয়েব ঠিকানা
www.getafreelancer.com 
www.microworkers.com
www.scriptlance.com 
www.rentacoder.com
www.odesk.com
www.elance.com
www.envato.com
www.graphicriver.net
www.99designs.com
www.mochimedia.com .
উপরের কথাগুলোর মত আবার বলতে হচ্ছে এই সব কাজ করতে হলে অবশ্যই প্রয়োজন ধের্য ও কাজ করার মানসিকতাআর অবশ্যই দক্ষতাআপনি দক্ষ হলে আপনার কাজ পেতে তেমন সমস্যা হবেনাএই আউটসোর্সিয়ের কাজ করে আজ ভারত কি অবস্থানে চলে এসেছেভারতে যদি কাউকে প্রশ্ন করা হয় যে তোমার ক্যারিয়ার গড়ার ইচ্ছে কিসের উপরে তাহলে সে উওর দিবে ফ্লিম স্টার,িএকেট বা আইটি পেশায়এখন ভারতে এত কাজের অবস্থা সৃষ্টি হয়েছে যে যারা দেশের বাইরে থাকেন তারাও এখন ভারতে চলে আসছেনভারত পারলে ইনশআল্লাহ আমরাও পারব আমরা যদি কোন প্রকার সাহায্য সহযোগীতা ছাড়া ব্যাক্তিগত উদ্যোগে যদি আমরা এতদুর আসতে পারি তাহলে সরকারি সাহায্য সহযোগীতা ও অভিজ্ঞদের সঠিক দিক নির্দেশনা পেলেও আমরা ও হয়ত আরো এগিয়ে যেতে পারবআউটসোসিং এর ক্ষেেএ  আমাদের রয়েছে বিশাল সম্ভবনাঅনেকে ব্যক্তিগত ভাবে আমাদের দেশে আউটসোসিং এর কাজ টাকে ছড়িয়ে দেবার জন্য অনেক চেষ্টা করছেনতারা ব্যক্তিগত ভাবে নানা রকম ব্লগ ও ওয়েবসাইটে  কিভাবে কাজ করা যায় তার সঠিক দিক নিদেশনা দিচ্ছেনতাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের এই ফোরামে অনেক ভাই রয়েছে যারা নিয়মিত আউটসোসিং এর কাজ করছে এবং ভাল অবস্থানে রয়েছেতাদের তো আর নতুন করে কিছু বলার নেই বরং তারাই হতে পারে নতুনদের পথ প্রদর্শকতাদের অভিজ্ঞতা ও সুপরামর্শই হয়ত আরও একজনকে এই ক্ষেেএ সফল হতে সাহায্য করবেআশাকরি সেদিন হয়ত দুরে নয় আমরাও হয়ত আমাদের অবস্থানকে প্রথমে দেখতে পারবঅনেক বেশি ইমোশনাল কথা বলে ফেললাম এবার একটু বাস্তবাদী হওয়ার চেষ্টা করি আমাদের ফোরামের শ্রদ্ধেয় হাঙারিকোডের ভাই এর একটা কথা আমার খুব ভাল লেগেছিল যে একজন ফ্রিল্যান্সার হওয়া অনেক সময় চাকরি পাওয়ার চেয়েও কঠিনএই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবেআমার এই পোষ্টটি করার মুল উদ্দেশ্যই ছিল নতুনদের উংসাহিত করা আর এই ক্ষেেএ যারা অভিজ্ঞ তারা যেন আরও সাহয্য সহযোগীতার জন্য এগিয়ে আসেযাই হোক আশাকরি আমরা পারবই এই বিশ্বাষ মনের মধ্যে রাখতে চায় ধন্যবাদ সবাই ভাল থাকবেন

1 টি মন্তব্য:

  1. Yes I am very happy when i read the message. I would like to thanks for our creation member. I also try to do something as a part time to earn & will contribute my family, to live better. i think everybody to take this chance to develop himself. thanks

    Yours Best regards
    Ziaul Hassan

    উত্তরমুছুন